কন্যাকুমারী, ৮ সেপ্টেম্বর (হি.স.): ‘ভারত জোড়ো যাত্রা’-র দ্বিতীয় দিনের তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে পদযাত্রা শুরু করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে কন্যাকুমারীর অগস্তেশ্বরম থেকে পদযাত্রা শুরু হয় রাহুলদের। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ‘ভারত জোড়ো যাত্রা’-য় অংশ নেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, মল্লিকার্জুন খাড়গে, পি চিদম্বরম, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, দ্বিগ্বিজয় সিং, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র প্রেম, সম্প্রীতি, ভ্রাতৃত্বই ভারতকে একত্রিত করতে পারে। ভারত জোড় যাত্রা প্রেম, সম্প্রীতি, ভ্রাতৃত্বের সেই বার্তা নিয়ে এসেছে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর কন্যাকুমারীর অগস্তেশ্বরম থেকে পদযাত্রা শুরু করেন রাহুল-সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ।