Jishnu Debbarma:উত্তরপূর্বীয় রাজ্যগুলি দেশের ক্রীড়াক্ষেত্রের পাওয়ার হাউজ, বলেছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু

আগরতলা, ৮ সেপ্টেম্বর (হি.স.) : আজকের দিনে খেলাধূলা আর পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম নয়। খেলায় নাম, যশ, প্রতিপত্তি, অর্থ সবই রয়েছে। সমস্ত বিশ্বে দেশের নাম উজ্জ্বল করতে ক্রীড়াক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজ বৃহস্পতিবার এনএসআরসিসি-র ইন্ডোর স্টেডিয়ামে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত চারদিনব্যাপী উত্তর-পূর্বাঞ্চল আন্তঃরাজ্য উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করে এ কথা বলেন ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

চ্যাম্পিয়নশিপে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের ব্যাডমিন্টন খেলোয়াড়গণ অংশগ্রহণ করেছেন। ইওনেক্স, সানরাইজ ইত্যাদি অন্তর্জাতিক কোম্পানির পাশাপাশি ওএনজিসি, এসবিআই-এর অর্থানুকূল্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথিগণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি দেশের ক্রীড়াক্ষেত্রের পাওয়ার হাউজ। রাষ্ট্রীয় ও আর্জাতিকস্তরের যে কোনও ধরনের ক্রীড়ায় উত্তর-পূর্বাঞ্চলের খেলোয়াড়রা পদক নিয়ে আসেন। রাজ্যের অন্যান্য যে কোনও প্রান্ত থেকে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের খেলাধূলার প্রতি ঝোঁক বেশি। এই অঞ্চল থেকে সময়ে সময়ে ক্রীড়াক্ষেত্রে দেশকে বিভিন্ন রোল মডেল দিয়েছে।
সাথে তিনি বলেন, বর্তমান সময়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাকে একটি বিষয় হিসাবে অন্তর্ভুক্ত অত্যন্ত প্রয়োজন। খেলোয়াড়রাই জীবনের যে কোনও পরিস্থিতিতে নিজেকে সামলে ওঠার মানসিকতা তৈরি করে। যুব সমাজকে ড্রাগের নেশা থেকে দূরে রাখার ক্ষেত্রে খেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের সবকয়টি রাজ্য, রাজ্যের মানুষ এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন। তিনি অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের সদর্থক মনোভাব নিয়ে হার ও জিতকে স্বীকার করতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *