মৃদু তীব্রতার ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীরের ডোডা, তীব্রতা মাত্র ৩.৫

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের ডোডা জেলা। বৃহস্পতিবার সকাল ৭.৫২ মিনিট নাগাদ ডোডা জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। জম্মু-কাশ্মীরের কাটরা থেকে ৬২ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে এবং কার্গিল থেকে ১৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭.৫২ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় জম্মু-কাশ্মীরের ডোডা জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩৩.১৪ ডিগ্রি অক্ষাংশ ও ৭৫.৫৮ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতার অপেক্ষাকৃত কম থাকায় কোথাও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *