আগামী ৫ বছরে ৩ লক্ষ প্রাথমিক কৃষি ঋণ সমিতি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে : অমিত শাহ

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): আগামী ৫ বছরে দেশে ৩ লক্ষ প্রাথমিক কৃষি ঋণ সমিতি (পিএসিএস) প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার রাজ্যগুলির সমবায় মন্ত্রীদের দু’দিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। এই সম্মেলনে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, “বর্তমানে ৬৫ হাজার সক্রিয় প্রাথমিক কৃষি ঋণ সমিতি (পিএসিএস) রয়েছে। আমরা আগামী ৫ বছরে ৩ লক্ষ প্রাথমিক কৃষি ঋণ সমিতি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২.২৫ লক্ষ রেজিস্ট্রেশনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।” এদিনের সম্মেলনে প্রাথমিক কৃষি ঋণ সমিতিগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ।

সমবায় মন্ত্রীদের দু’দিনের জাতীয় সম্মেলনে অমিত শাহ বলেছেন, আমরা বিভিন্ন সমবায়ে প্রয়োজনীয় প্রশিক্ষিত জনশক্তি অর্জনের লক্ষ্যে সমস্ত রাজ্যে একটি সমবায় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। অমিত শাহ আরও জানিয়েছেন, নীতির মূল লক্ষ্য ক্ষেত্র হবে – বিনামূল্যে রেজিস্ট্রেশন, কম্পিউটারাইজেশন, গণতান্ত্রিক নির্বাচন, সক্রিয় সদস্যপদ নিশ্চিত করা, নেতৃত্ব এবং স্বচ্ছতায় পেশাদারিত্ব, দায়িত্বশীল এবং জবাবদিহি করা… স্টেকহোল্ডারদের সঙ্গে সমস্ত আলোচনা করা। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, সামগ্রিক উন্নয়নের জন্য জাতীয় সমবায় নীতির খসড়ার জন্য গঠিত হয়েছে কমিটি; প্রতিটি রাজ্যের প্রতিনিধিত্ব থাকবেন তাতে। কমিটির প্রধান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু।