নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর : সামনে বিধানসভা নির্বাচন হাতেগোনা আর মাত্র কয়েক মাস বাকি৷ নির্বাচনকে সামনে রেখে সব কটি রাজনৈতিক দল ইতিমধ্যেই ময়দানে নামতে শুরু করেছে৷ এর অঙ্গ হিসেবে কাজের প্রধান বিরোধী দল সিপিআইএমও ঘরে বসে নেই৷ তারা বিভিন্ন দাবিতে রাজ্যের বিভিন্ন স্থানে নানা আন্দোলন কর্মসূচি পালন করে চলেছে৷ এর অঙ্গ হিসেবে পাঁচ দফা দাবির আন্দোলনে খোয়াইয়ের শহরতলীর বারবিল গ্রামের তিনটি বুথে পদযাত্রা সংগঠিত করা হয়৷ বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে উদ্দীপ্ত পদযাত্রা৷
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পানীয় জল, যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন সহ রাজ্যজুড়ে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করার দাবিতে খোয়াই বিধানসভা কেন্দ্রের বাহান্নটি বুথ এলাকায় চলছে সি পি আই এমের মিছিল পদযাত্রা৷ খোয়াই এর বারবিলে এইকর্মসূচী ছিল পঞ্চম দিনের মতো৷ এর আগে শহর উত্তরাঞ্চল, খোয়াই পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও জাম্বুরা গ্রামের পদযাত্রা সংশ্লিষ্ট এলাকায় সাড়া ফেলেছিল৷ সি পি আই এমর রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলের পুরোভাগে ছিলেন৷