সুলতানপুর (উত্তরপ্রদেশ), ৮ সেপ্টেম্বর ( হি.স.) : বুধবার রাতে চান্দার রামপুর কারবালার কাছে একটি গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে দুজন মারা গিয়েছে বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম চন্দ্র প্রকাশ (২২) এবং মৌসম তিওয়ারি (২৩)।বুধবার রাতে একটি জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন তারা। চান্দা থানার রামপুর কারবালার কাছে মোটর সাইকেলটি আচমকা একটি গাছে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা দুজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যায় বলে পুলিশ জানিয়েছে।