২৭ সেপ্টেম্বর শিবসেনার বিরোধের শুনানি হবে সাংবিধানিক বেঞ্চে

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর ( হি.স.) : সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চ আগামী ২৭ সেপ্টেম্বর শিবসেনার বিরোধের মামলার শুনানি করবে। বুধবার শুনানির সময় সাংবিধানিক বেঞ্চ থেকে একনাথ শিন্দের গোষ্ঠীর পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট নীরজ কিষাণ কৌল বলেন, নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে দিন। এই বিষয়ে, উদ্ধব গোষ্ঠীর পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট কপিল সিব্বল বলেন, ৩ আগস্ট তিন সদস্যের বেঞ্চ নির্বাচন কমিশনকে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে নিষেধ করেছিল।

উদ্ধব ঠাকরে গোষ্ঠীর পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি বলেন, অবৈধ সদস্যরা নির্বাচন কমিশনে যেতে পারবেন না। নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত অ্যাডভোকেট অরবিন্দ দাতার বলেন, নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ এলে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য। তখন আদালত বলেন, আজ আমরা কোনো আদেশ দেব না। আমরা ২৭ সেপ্টেম্বর শুনানি করব।
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি এমআর শাহ, বিচারপতি কৃষ্ণ মুরারি, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিমা।