BRAKING NEWS

JICA Scheme Loans:জাইকা প্রকল্পে ঋণ প্রদান স্বসহায়ক দলকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর :  গন্ডাছড়া বন দপ্তরের উদ্যোগে গন্ডাছড়া টাউন হলে জাইকা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়৷ এই প্রকল্পের শুভ সূচনা করেন   বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা৷ উল্লেখ্য, জাইকা প্রকল্পে রাজ্যের সহায়ক দলগুলিকে সবচেয়ে বেশি পরিমাণ ঋণ প্রদান করা হয়৷ প্রত্যেক স্ব সহায় দলকে এক লাখ টাকা করে ৪৫টি স্ব সহায়ক দলের মধ্যে এই ঋণ প্রধান করা হয়৷ একটি দলের মধ্যে কম করেও দশ জন করে সদস্য আছেন৷ বন দপ্তর এই জাইকা থেকে ঋণ দানের ফলে কম করে সাড়ে চারশতের অধিক পরিবার আর্থিক ভাবে স্বয়ং সম্পূর্ণ হবেন বলে আশা ব্যক্ত করা হয়েছে৷ শূকর পালন, মাছের পোনা  চাষ, বিভিন্ন স্কিমে এই প্রকল্প স্ব সহায়ক দল গুলির মধ্যে ঋণ দেওয়া হয়েছে৷ জাইকা প্রকল্পেরের অনুষ্ঠানে ছিলেন রাইমাভ্যালি বিধায়ক ধনঞ্চয় এিপুরা, জাইকা প্রকপ্লের অধিকর্তা আইএফ এম প্রসাদ রাও,সমাজ সেবক সমীর রঞ্চন এিপুরা,বিকাশ চাকমা ও গোমতী জেলার উইন্ডলাইফ গার্ডেন অফিসার প্রসেনজিৎ দেবর্বমা৷ এই জাইকা প্রকল্পে ঋণ দেওয়ার ফলে বহু পরিবার আর্থিক দিক দিয়ে স্বয়ংম্ভর হবে বলেও আশা ব্যক্ত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *