নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর ( হি.স.) : ভারতের ঐক্যের জন্য কংগ্রেস দল ‘ভারত জোড়ো যাত্রা’র আয়োজন করছে। কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী বুধবার সন্ধ্যায় কন্যাকুমারী থেকে এই যাত্রা শুরু করবেন। দলের বরিষ্ঠ নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এদিন কন্যাকুমারীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, কংগ্রেস দেশকে এক রাখার চেষ্টা করছে, সেই কারণেই দল ভারত জোড়া যাত্রা শুরু করতে চলেছে।
তিনি আরও বলেন, দেশে বিদ্বেষের পরিবেশ তৈরি হচ্ছে। এই বিদ্বেষের অবসান ঘটাতে কংগ্রেস জনগণের মধ্যে যাচ্ছে। দেশে ধর্মের নামে বিদ্বেষের কথা চলছে প্রতিনিয়ত। গেহলট বলেছিলেন যে এই পরিবেশ যদি সঠিক সময়ে সংশোধন করা না হয় তবে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে।
গেহলট বলেন, মহাত্মা গান্ধীর দেশে বিদ্বেষের কোনো স্থান নেই। রাহুল গান্ধী বিদ্বেষের প্রাচীর ভেঙ্গে মানুষকে এক করতে এগিয়ে এসেছেন। এটা দেশের জন্য আনন্দের বিষয়। রাহুল বিদ্বেষের কারণে তার পরিবার হারিয়েছে। তিনি চান, বিদ্বেষের কারণে দেশ ভাগ না হয়। তিনি বলেন, কংগ্রেস ভারত জোড়ো যাত্রার মাধ্যমে ঘৃণার পরিবেশ শেষ করার চেষ্টা করছে।