কালিয়াগঞ্জ, ৭ সেপ্টেম্বর (হি. স.) : উত্তর দিনাজপুরের জেলার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত রাধিকাপুর গ্রাম থেকে মঙ্গলবার গ্রেফতার হয় এক বাংলাদেশি যুবক। বুধবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। বিচারক যুবকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশি যুবকের নাম জয়নুল আবেদিন (৩৭)। তিন বছর ধরে তিনি কালিয়াগঞ্জ থানার অন্তর্গত রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চান্দগাঁও গ্রামে এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। যেখান থেকে সে বাংলাদেশের যুবক-যুবতীদের সীমান্ত পার করিয়ে ভারতে প্রবেশ করাতেন। মঙ্গলবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। এরপর এদিন রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।