নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : কর্ণাটক হিজাব মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে। ২৯ আগস্ট কর্ণাটক সরকারকে নোটিশ জারি করেছিল আদালত। কর্ণাটকের দুই ছাত্রী কর্ণাটক হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে।
হিন্দু সেনা নেতা সুরজিৎ যাদবও একটি ক্যাভিয়েট দায়ের করে সুপ্রিম কোর্টের কাছে হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করার জন্য একতরফা আদেশ না দেওয়ার দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তকে বহাল রেখে জানিয়েছে, হিজাব ইসলামের বাধ্যতামূলক অংশ নয়। হাইকোর্টের এই আদেশ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে।
হিজাব মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডও। ওলামাদের সংগঠন কেরল জমিয়াতুল উলেমাও একটি পিটিশন দাখিল করেছে। এই আবেদনগুলিতে বলা হয়েছে, কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্ত ইসলামিক আইনের ভুল ব্যাখ্যা করে। মুসলিম মেয়েদের পরিবারের বাইরে মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক।

