ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। জয় পেলো থেলাকুমের প্রোগ্রেস ক্লাব। নূণ্যতম গোলে পরাজিত করলো লায়ন্স ক্লাবকে। কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং কামি মাঠে সোমবার প্রথমার্ধের ৩ মিনিটের মাথায় গোল করেন হাইসিং মলশুম। শেষ পর্যন্ত হাইসিং এর দেওয়া নূণ্যতম গোলেই জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো থেলাকুমের প্রোগ্রেস ক্লাব। তবে এদিন দুদলই আরও গোল করার সুযোগ পেয়েছিলো। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় কোনও দলের ফুটবলারাই আর জাল নাড়াতে পারেননি। তবে রবিবারের বৃষ্টিতে মাঠ কিছুটা কর্দমাক্ত থাকায় খেলতে কিছুটা অসুবিধে হয়েছিলো দুদলের ফুটবলারদের। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পুষ্প সাধন জমাতিয়া।
2022-09-05