ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। প্রাকৃতিক দুর্যোগের মাঝেই প্রস্তুতি শিবির চালিয়ে যেতে হচ্ছে টিসিএ-র। শুক্রবারে ঘোষণা এবং রবিবারে রিপোর্ট করার মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৬ ক্রিকেটারদের প্রস্তুতি শিবির শুরু হলেও কার্যত বৃষ্টির থাবায় এর কিছুটা বিঘ্ন ঘটছে। বাছাইকৃত ৩৬ জন ক্রিকেটারদের নিয়ে অনূর্ধ্ব ১৬, ২০২২-২৩ ক্রিকেট মরশুমের প্রস্তুতি শিবির লাগাতর বেশ ক’দিন চলবে বলে টিসিএ সূত্রে খবর। শিবিরে বাছাইকৃত ক্রিকেটাররা হলো সদরের দীপঙ্কর ভাটনগর, আয়ুস অনিল দেবনাথ, বেদব্রত ভট্টাচার্য, দেবজ্যোতি পাল, বিশাল শীল, সাগর সূত্রধর, নন্দদুলাল রায়, আকাশ রায়, দিগ্বিজয় সাহা, তন্ময় সরকার, তন্ময় মজুমদার, আকাশ সরকার, সৌরভ সরকার, সৌরদীপ দেববর্মা, রুদ্র সেনগুপ্ত, জয়জিৎ সাহা, ময়ূখ চক্রবর্তী, হৃদয় দেবনাথ, আবু আলিফ রায়হান। মোহনপুরের শুভজিৎ সঞ্জীব দাস, দেবাংশু দত্ত, পিনাক দেব। ধর্মনগরের সৌভিক চক্রবর্তী, বিশালগড়ের সোমরাজ দে, ঈশ্বরজিৎ নাগ, দ্বীপ দেব, সঞ্জয় নমঃ, রাকেশ রুদ্র পাল, রিয়াদ হোসেন, শান্তিরবাজারের আয়ুষ শ্যামল দেবনাথ, সাব্রুমের আকাশ নাথ, কৈলাশহরের অভিক পাল, খোয়াইয়ের দেবব্রত ঋষি দাস, উদয়পুরের শরীফ উদ্দিন, অমরপুরের সুব্রত চক্রবর্তী, সোনামুড়ার আকাশ দ্বীপ দাস। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন হেড কোচ গৌতম সোম, কোচ সুজিত রায় ও রাসুদেব দত্ত, ট্রেইনার উত্তম দে, ফিজিও সোহাগ চন্দ্র সাহা।
2022-09-05