Volleyball Match:ভলিবল ম্যাচকে ঘিরে সংঘর্ষ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ। ঘটনা সোমবার বিকেলে দক্ষিণ চড়িলাম উচ্চ বিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে। জানা গেছে দক্ষিণ চড়িলাম উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা উত্তর চড়িলাম এলাকার ছয় জন ছাত্রকে একটি বন্ধুত্বপূর্ণ  ভলিবল ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সোমবার বেলা একটা থেকে দক্ষিণ চড়িলাম উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয় ভলিবল ম্যাচ। যদিও এই ভলিবল ম্যাচটি দুই স্কুলের শিক্ষকদের তরফ থেকে হয়নি। দুইটি স্কুলের কোন শিক্ষক শিক্ষিকাকেও আমন্ত্রণ করা হয়নি। খেলায় জয়ী হয় উত্তর চড়িলামের ছাত্ররা। জয়ের আনন্দে ছাত্ররা বাজি পটকা ফাটাতে শুরু করে বিদ্যালয়ের প্রবেশদ্বারে। যখন ছাত্ররা বাজি ফাটাচ্ছিল তখন দক্ষিণ চড়িলাম স্কুলের ছাত্রীরা স্কুল থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্কুলের প্রবেশদ্বার দিয়ে বের হচ্ছিল। ছাত্রীরা হঠাৎ করে বাজির উচ্চ শব্দে আঁতকে ওঠে এবং ছাত্রীদের তরফে অভিযোগ করা হয় দক্ষিণ চড়িলাম স্কুলের ছাত্ররা  তাদের উপরে নাকি বাজি ফাটিয়েছে। ছাত্রীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে দক্ষিণ চড়িলাম স্কুলের কয়েকজন ছাত্র উত্তর চড়িলামের ছাত্রদের মারধর করতে শুরু করে বলে অভিযোগ। এর পরই শুরু হয় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি। এই খবর পেয়ে উত্তর চড়িলামের কয়েকজন ছাত্র ছুটে যায় স্কুলের সামনে এবং দক্ষিণ চড়িলাম স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে। পরিস্থিতি সরজমিনে উপলব্ধি করে দক্ষিণ চড়িলাম স্কুলের শিক্ষকরা মঙ্গলবার ঘটনার সঙ্গে যে সমস্ত ছাত্ররা যুক্ত রয়েছে তাদেরকে নিয়ে বসে মীমাংসা করা হবে বলে জানিয়েছেন। শিক্ষক দিবসের দিনে ছাত্রদের এই ধরনের ঘটনা সংগঠিত হওয়ায় ছিঃ ছিঃ রব এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *