কেজরিওয়াল সরকারকে বরখাস্ত করার দাবি বিজেপির, মঙ্গলে রাষ্ট্রপতির কাছে পেশ করবেন স্মারকলিপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারকে বরখাস্ত করার দাবি জানাল বিজেপি। কেজরিওয়াল সরকারকে বরখাস্ত করার দাবি জানিয়ে মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি জমা দেবেন দিল্লির সমস্ত বিজেপি বিধায়করা। সোমবার দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা রামবীর সিং বিধুরি টুইট করে একথা জানিয়েছেন।

দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা রামবীর সিং বিধুরি টুইট করে জানিয়েছেন, আগামীকাল দিল্লির সমস্ত বিধায়করা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন এবং দুর্নীতিগ্রস্ত কেজরিওয়াল সরকারকে বরখাস্ত করার দাবি জানাবেন।