BRAKING NEWS

Sushanta Chowdhury :উন্নয়নমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে ইঞ্জিনীয়ারদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর ৷৷ সরকারের উন্নয়নমূলক কর্মসূচিকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য ইঞ্জিনিয়ারদের যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ তিনি বলেন সরকার পরিকল্পনা গ্রহণ করতে পারে কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ইঞ্জিনিয়ার এবং দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মীদের৷ উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য সুনাগরিকদেরকেও সহযোগিতার হাত সম্প্রসারিত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷
রবিবার নেতাজী চৌমুহনী স্থিত পূর্ত দপ্তরের কনফারেন্স হলে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসে ত্রিপুরা শাখার উদ্যোগে ১৬ তম বার্ষিক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়৷ একই সঙ্গে অনুষ্ঠিত হয় জল জীবন মিশন এবং নির্মাণে গুনমান বজায় রাখার উপর এক কর্মশালা৷ সম্মেলন ও কর্মশালার সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷  মন্ত্রী বক্তব্য রেখে বলেন ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের৷ ত্রিপুরায় যাত্রা শুরু হয় ২০০৫ সালে৷ দেশ ও রাজ্যের পরিকাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন৷ ২০১৮ সালে ২.৫ শতাংশ থেকে শুরু করে বর্তমানে ৫৩ শতাংশ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে৷ আগে রাজ্যকে তেমন ভাবে মানুষ চিনত না৷ ২০১৮ সালে নতুন সরকার গঠিত হওয়ার পর রাজ্যের পরিকাঠামো সহ একাধিক ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে৷ এটা সম্ভব হয়েছে সমস্ত দপ্তরের প্রকৌশলীদের সহায়তায়৷ এখন প্রধানমন্ত্রীও রাজ্যের প্রশংসা করেন৷ গ্রামীণ এলাকায় ১৮ হাজার সংযোগ তৈরি হয়ে রয়েছে জল প্রদানের ক্ষেত্রে৷ কিন্তু অন্যান্য সমস্যার কারনে তা চালু করা যাচ্ছে না৷ কিন্তু প্রকৌশলীরা দিন রাত পরিশ্রম করে তাদের লক্ষ্য মাত্রা পূরন করে চলেছে৷ আগামী দিনে রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে মিলে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *