Football:মহিলা ফুটবলে স্পোর্টস স্কুলকে হারিয়ে কিল্লা মর্নিং ক্লাবের চমক

কিল্লা মর্নিং – ৩
স্পোর্ট স্কুল – ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। দুর্দান্ত জয় পেয়েছে কিল্লা মর্নিং ক্লাব। হারিয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। তাও দুই গোলে পিছিয়ে থেকে পরবর্তী সময়ে তিন গোল দিয়ে জয় ছিনিয়ে কিল্লা মর্নিং ক্লাবের মেয়েরা বেশ চমক তৈরি করেছে। আখেরে লীগ চ্যাম্পিয়নের খেতাব এখন অনেকটা বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের হাতের মুঠোয়। যদিও তা এখন শুধু সময়ের অপেক্ষায়। তবে চেষ্টা করলে ত্রিপুরা স্পোর্টস স্কুল এখনও চ্যাম্পিয়নের খেতাব অর্জন করতে পারে, একটি বড় শর্তে। তা হলো লীগের শেষ ম্যাচ অর্থাৎ ৬ সেপ্টেম্বরে বিশ্রামগঞ্জের বিরুদ্ধে ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে জয় পেতে হবে, তাও অন্ততপক্ষে তিন গোলের ব্যবধানে। অপরদিকে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার মুখিয়ে রয়েছে লীগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এর জন্য অবশ্যই শেষ ম্যাচে স্পোর্টস স্কুলকে স্রেফ রুখে দিলেই চলবে অর্থাৎ অন্ততপক্ষে ড্র করলেও বিশ্রামগঞ্জ প্লে সেন্টার চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবে। তবে ন্যূনতম অথবা দুই গোলের ব্যবধানে হারলেও গোল ব্যবধানের নিরিখে বিশ্রামগঞ্জ চ্যাম্পিয়নের খেতাব পেয়ে যাবে। আজ, রবিবার পুলিশ মাঠে আয়োজিত মহিলা ঘরোয়া ক্লাব লীগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে কিল্লা মর্নিং ক্লাব ৩-২ গোলের ব্যবধানে স্পোর্টস স্কুলকে পরাজিত করে নজর কেড়ে নিয়েছে। কেননা, দুই গোলে পিছিয়ে থেকে পরে ৩-২ গোলে জয় ছিনিয়ে নেওয়ার ঘটনা বেশ চমকপ্রদ। খেলার চার মিনিটের মাথায় ত্রিপুরা স্পোর্টস স্কুলের বাসন্তী রিয়াং একটি গোল করে দলকে এগিয়ে দেয়। ২৬ মিনিটের মাথায় শ্রেয়া দেব আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়। তবে দু’মিনিট বাদেই কিল্লা প্লে সেন্টারের পঞ্চমী দেবনাথ এবং পরবর্তী মিনিটে নিশা জমাতিয়া পরপর দুটি গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। প্রথমার্ধের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে। দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল খেলা। জয় সূচক গোলের লক্ষ্যে দু’দলের আক্রমণ ভাগের খেলোয়াররা পরস্পরের বিরুদ্ধে আক্রমণ রচনা করে। অনেকটা অলআউট খেলতে দেখা গেলেও কার্যত জয়ের হাসি হেসে মাঠ ছাড়ে কিল্লা মর্নিং ক্লাবের মেয়েরা। খেলার ৬৫ মিনিটের মাথায় প্রীতি জমাতিয়ার গোলটি শেষ পর্যন্ত জয় সূচক গোলের রূপ নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, হরি শর্মা, খোকন সাহা ও তাপসী পাল। পরবর্তী ম্যাচ: ৬ সেপ্টেম্বর, ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম বিশ্বামগঞ্জে প্লে সেন্টার। বিকেল তিনটায়, পুলিশ মাঠে।
*মহিলা লিগ : পয়েন্ট তালিকা*
দল            ম্যা:  জ:  ড্র:  প: গোল প:
বিশ্রামগঞ্জ    ৩   ২    ১    ০    ১০-১   ৭
জম্পুইজলা  ৪   ২    ১    ১    ১০-৪   ৭
কিল্লা            ৪   ২    ১    ১    ৮-৪   ৭
স্পোর্টস স্কুল ৩   ১    ১    ১    ৯-৪   ৪
চলমান        ৪   ০    ০    ৪    ০-২৪   ০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *