Mamata Banerjee:সাইরাস মিস্ত্রির প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৪ সেপ্টেম্বর(হি.স.): টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সাইরাস মিস্ত্রির অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবোদনা জানাই। এই বিরাট ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ঈশ্বর তাদের শক্তি দিন এই প্রার্থনাই করি।’ সাইরাস মিস্ত্রির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশিষ্ট্য ব্যক্তিত্ব।
রবিবার মহারাষ্ট্রের পালঘরের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ৫৪ বছরের সাইরাস মিস্ত্রির। জানা গিয়েছে, গাড়িতে করে আহমেদাবাদ থেকে মুম্বই যাচ্ছিলেন সাইরাস। পালঘরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এক সেতুর ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইরাস সহ দু’জনের। গুরুতর আহত অবস্থায় গাড়ির চালক সহ দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়।