ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। সুব্রত মুখার্জি কাপে ত্রিপুরা দলের প্রথম প্রতিপক্ষ বিমানবাহিনী। ত্রিপুরার প্রতিনিধি জম্পুইজলা স্কুল দলের প্রথম প্রতিপক্ষ এয়ার ফোর্স আর্মি বয়েজ। ৭ সেপ্টেম্বর হবে ম্যাচটি। আসরের দিনক্ষণ ঘোষনা হলেও খেলার মাঠ এবং সময় ঘোষনা করেননি উদ্যোক্তারা। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ সুব্রত মুখার্জি কাপ বালকদের ফুটবলে। আসরে ত্রিপুরার গ্রুপে এয়ার ফোর্স আর্মি বয়েজ ছাড়া রয়েছে ঝাড়খন্ড দল। ৮ সেপ্টেম্বর গ্রুপে ত্রিপুরার শেষ প্রতিপক্ষ ঝাড়খন্ড। এদিকে শনিবার রাতে দেশের রাজধানীতে পৌঁছায় সুবোধ দেববর্মার তত্বাবধাতে ত্রিপুরার সেরা জম্পুইজলা দল। রবিবার সকালে ফুটবলারদের ডাক্তারি পরীক্ষা হয়। তাতে জম্পুইজলার ১৭ জন ফুটবলারই উত্তীর্ণ হয়েছে। আজ সকালে অনুশীলনে নামবে কিষান দেববর্মা-রা। দিল্লি থেকে এখবর জানান ত্রিপুরা দলের কোচ সুবোধ দেববর্মা। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে আসর। দেশের বিভিন্ন রাজ্যের সেরা দলগুলোর পাশাপাশি ব্রাজিল, থাইল্যান্ড, শ্রীলঙ্কার দলও এবার আসরে অংশ নিয়েছে। দিল্লি থেকে টেলিফোনে ত্রিপুরার কোচকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে। ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী কোচ। সুবোধ বলেন,”মাঠে নামতে মরিয়া আমার ছেলেরা। আমাদের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী হলেও ছেলেরা ভয় পাচ্ছে না। বরং কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে বদ্ধপরিকর”। দীর্ঘপথ অতিক্রম করে যাওয়র ফলে এদিন ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয় বলে জানান কোচ।
জম্পুইজলার দল: কিষান দেববর্মা (অধিনায়ক), টন জমাতিয়া, ঈশাক দেববর্মা, অরিন্দম দেববর্মা, অমরজিৎ দেববর্মা, ঈশাক দেববর্মা (জুনিয়র), রোহিত দেববর্মা, আশুতোষ দেববর্মা, বিজয় দেববর্মা, ফিলিমন জমাতিয়া, কিষান দেববর্মা (জুনিয়র), জেটলি কলই, মনদীপ দেববর্মা, মাসাই দেববর্মা এবং খাবাই দেববর্মা। কোচ: সুবোধ দেববর্মা, সহকারি কোচ: বুদ্ধ দেববর্মা।
2022-09-04