Handball Competition :রাজ্য সিনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতায় পশ্চিম জেলার ৪টি দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। গঠিত হলো পশ্চিম জেলার দল। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েন
এবং পশ্চিম জেলা হ্যান্ডবল সংস্থার যৌথ উদ্যোগে। উমাকান্ত মাঠে রবিবার বিকাল তিনটায় হয় নির্বাচন শিবির। রাজ্য সিনিয়র হ্যান্ডবল আসরে অংশগ্রহণের জন্য পশ্চিম জেলার দল গঠন করা হয়। এমাসের তৃতীয় সপ্তাহে আগরতলাঈর উমাকান্ত মিনি স্টেডিয়ামে রাজ্য আসর হবে। এদিন বিকেলে পশ্চিম জেলার ‘‌এ’ এবং ‘‌বি’ দল গঠন করা হয়। পরে রাজ্য সংস্থার সভাপতি ড:‌ সূর্য কান্ত পাল খেলোয়াড়দের নাম ঘোষনা করেছেন। ঘোষিত দল:‌ পশ্চিম জেলা ‌‌‘‌এ’-‌ (‌পুরুষ) উদয় ভট্টাচার্য, উৎপল দেব, আকাশ দাস, টুটন দাস, রীপন সরকার, সৌরভ সাহা, রাহুল সাহা, সাকোলন দেববর্মা, সম্রাট নন্দী, জয় দাস। কোচ:‌ দুলাল মিঁয়া, (‌মহিলা) সঙ্গিতা দাস, রাবিয়া বেগম, রীনা দাস, শম্পা লস্কর, রিয়া রুদ্র পাল, গৌরি মালাকার, সাগরিকা আচার্য, জয়া দেবনাথ, আশ্মিতা দেবনাথ এবং জগিতা জমাতিয়া। কোচ:‌ মনিকা পাল। ‌‌পশ্চিম জেলা ‘‌বি’-‌ (‌পুরুষ)‌ আকাশ দেববর্মা, কৃশানু দাস, হৃদয় শুক্ল দাস, আকাশ সূত্রধর, প্রীতম দাস, দীপেনজয় মিত্র, ঝুটন দাস, শুভদীপ সরকার, রাহুল শীল, তুহিন কুমার পাল, কোচ:‌ মনিষ বিশ্বাস, (‌মহিলা)‌সানিয়া পারবিন, পূজা দাস, সঙ্গিতা ভৌমিক, নবনিতা ধর, খুশি দাস, জন্নত বেগম, অশ্মিতা নম:, নন্দীতা শীল, গীতা শর্মা, দেবজ্যোতি সরকার‌ এবং কল্পনা দেববর্মা । কোচ:‌ কৃষ্ণা রায়।