Sports:ইউএস ওপেনের ওমেনস ডাবলসে হেরে বিদায় নিলেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস জুটি

নিউ ইয়র্ক, ২ সেপ্টেম্বর (হি.স.) : কার্যত চুপিসাড়েই শেষ হল টেনিসের বর্ণোজ্জ্বল এক অধ্যায়। চলতি যুক্তরাষ্ট্র ওপেনের ওমেনস ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস জুটি।

চার বছরেরও বেশি সময় পর জোড়া বেঁধে কোর্টে নেমেছিলেন দুই বোন ভেনাস ও সেরেনা। সেরেনা ও ভেনাস এবছর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে যুক্তরাষ্ট্র ওপেনের ওমেনস ডাবলসে কোর্টে নামেন। তবে প্রথম রাউন্ডে চেক প্রজাতন্ত্রের লিন্ডা নসকোভা ও লুসিয়া হ্রাদেকা জুটির কাছে হেরে বসেন সেরেনা-ভেনাস জুটি। চেক প্রজাতন্ত্রের লুসিয়ে হেরাদেস্কা ও লিন্দা নসকোভার কাছে প্রথম রাউন্ডে ৭-৬ (৫), ৬-৪ গেমে হেরে যান তারা। প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস জুটি।

যেহেতু চলতি ইউএস ওপেনের পরেই পেশাদার টেনিসকে বিদায় জানাতে চলেছেন সেরেনা, তাই এটিই দুই উইলিয়ামস বোনের শেষবার জুটি বেঁধে কোর্টে নামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *