BSF:শান্তিরবাজারে বিএসএফের উদ্যোগে আলোচনাসভা

শান্তিরবাজার, ২ সেপ্টেম্বর : হলিক্রস ইংলিশ মিডিয়াম সুকলে বি এস এফ ১০৯ নং ব্যাটেলিয়ান এর উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা৷ শিক্ষক দিবসকে কেন্দ্র করে বি এস এফ ১০৯ নং ব্যাটেলিয়াম এর উদ্দ্যোগে শান্তিরবাজার মহকুমার তৈকর্ম হলিক্রস ইংলিশ মিডিয়াম সুকলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে অনষ্ঠিত হয় এক আলোচনা সভা৷ 

আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১০৯ নং ব্যাটেলিয়ান এর কমানডেন্ট দিলীপ কুমার সহ বি এস এফ এর জওয়ানরা৷  অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমানডেন্ট সহ বি এস এফ জওয়ানরা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নেশামুক্ত থাকার পরামর্শ দেন তার পাশাপাশি কিভাবে বি এস এফ এ যোগদান করাযায় তানিয়ে বিশেষ ভাবে আলোচনা করাহয়৷  ১০৯ নং ব্যাটেলিয়াম বি এস এফ এর উদ্দ্যোগে প্রজেক্টারের মাধ্যমে বর্ডার এলাকায় বি এস এফ জওয়ানরা কিভাবে দেশকে রক্ষা করে তা উপস্থাপন করাহয়৷ 

আজকের এই আলোচনা সভা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান ১০৯ নং ব্যাটেলিয়ান এর বি এস এফ এর কমানডেন্ট দিলীপ কুমার৷  বি এস এফ কতৃক আয়োজিত আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *