নিরাপত্তা বাহিনীর গুলিতে ঝাড়খণ্ডে ২ মাওবাদী খতম

সেরাইকেলা, ২ সেপ্টেম্বর ( হি.স.) : শুক্রবার সকালে ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে নকশালদের গুলির লড়াইয়ে দুই মাওবাদী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সিআরপিএফ-এর কোবরা, ঝাড়খণ্ড জাগুয়ার এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানের সময় মাওবাদীদের খতম করা হয়েছে।

কোলহান ডিভিশনের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অজয় লিন্ডা বলেন, “কুচাই থানা এলাকার বারুদা বনে অভিযানে দুই মাওবাদী সদস্যকে গুলি করে নিকেশ করা হয়েছে।” তিনি আরও বলেন, অস্ত্র ও গোলাবারুদসহ বাহিনী লাশ উদ্ধার করেছে।
তবে শেষ খবর পাওয়া অনুযায়ী, দুপক্ষের গুলির লড়াই জারি রয়েছে।