Durga Puja:ইউনেস্কোর স্বীকৃতি, উত্তর ২৪ পরগনায় উৎসবের আয়োজন

উত্তর ২৪ পরগনা, ১ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্যের দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তালিকায়। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্ছ্বাস। উত্তর ২৪ পরগনায় কলকাতার মতোই উৎসবের আয়োজন করা হয়।

জেলার প্রশাসন থেকে শোভাযাত্রা হয়। বারাসত বিদ্যাসাগর স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। তারপর কেএমসি রোড ধরে যশোর রোড হয়ে শোভাযাত্রায় যায় মধ্যমগ্রামে। এখানেও শঙ্খ, ঢাক বাজিয়ে উদ্যোক্তারা যেমন অংশগ্রহণ করেন, শোভাযাত্রা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেন। বাদ যায়নি টাকি ও সুন্দরবনও। ধামসা-মাদল, ঢাক ও নৃত্যে র তালে বসিরহাট মহকুমার সুন্দরবন, টাকি সীমান্তেও দুর্গা প্রতিমা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরয়। বসিরহাটের প্রান্তিক ক্লাব থেকে ইটিন্ডা রোড, টাকি রোড, হাসনাবাদের টাকি রাজবাড়ির বহু প্রাচীন যে জমিদার বাড়ির পুজো রয়েছে সেসব পরিবারের সদস্যরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *