দুর্নীতির মামলায় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

কুয়ালালামপুর, ১ সেপ্টেম্বর (হি.স.) : দুর্নীতির তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মালয়েশিয়ান হাইকোর্টের পক্ষ থেকে এই রায় দেওয়া হয়।

হাইকোর্ট জানিয়েছে, ২০১৬ সালে ১৯ কোটি ৪০ লাখ রিঙ্গিত ঘুষ নেয়ার বিনিময়ে বিদ্যুৎ কোম্পানি জাপাক হোল্ডিংসকে ১২৫ কোটি রিঙ্গিতের সৌর বিদ্যুতের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে তার (নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুর) বিরুদ্ধে। ফার্স্ট লেডি থাকা অবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার ও বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে কখন থেকে ১০ বছরের সাজা শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি আদালত।

রায়ের পর সাংবাদিকদের রোসমাহ মনসুর অশ্রুসিক্ত হয়ে বলেন, আজকে যা ঘটেছে তাতে আমি খুবই দুঃখিত। কেউ আমাকে অর্থ নিতে দেখেনি, কেউ আমাকে তা গুনতে দেখেনি। এরইমধ্যে রোসমাহর বিরুদ্ধে মানিলন্ডারিং ও কর ফাঁকির ১৭টি অভিযোগ রয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হয় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে। এরইমধ্যে ১২ বছর সাজা ভোগ করা শুরু করেছেন ৬৯ বছরের এ রাজনীতিক। নাজিব রাজাক হলেন মালয়েশিয়ার শীর্ষ কোনও নেতা, দুর্নীতির দায়ে যাকে জেল খাটতে হচ্ছে। ২০২০ সালের জুলাইয়ে দোষী সাব্যস্ত হলেও, সে সময় আপিলের পর জামিনে ছাড়া পেয়েছিলেন নাজিব।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *