Accident:বড়মুড়ায় চাল বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে, আহত চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর৷৷ জিরানীয়া মাধববাড়ি এফ সি আই গোডাউন থেকে চাল বোঝাই করে তেলিয়ামুড়া জারইলং যাওয়ার পথে জাতীয় সড়কের বড়মুড়া বনকুমারী সংলগ্ণ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে একটি চাল বোঝাই গাড়ি৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাঁদে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির কোন খবর নেই৷ অল্পেতে প্রাণে বেঁচেছে গাড়ির চালক৷ অবশ্য এতে আহত হয় গাড়ির চালক উপেন্দ্র দাস৷ ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে চম্পকনগর ফাঁড়ির পুলিশ৷ চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চম্পকনগর স্বাস্থ্য কেন্দ্রে৷ খবর পেয়ে আসেন গাড়ির মালিক সহদেব কর৷ তিনি জানান টি আর ০১ এইচ ১৭৪২ নাম্বারের গারিটি মাধববাড়ি এফ সি আই গোডাউন থেকে ৩৫০ বস্তা চাল নিয়ে জারইলং যাচ্ছিল৷ বনকুমারী এলাকায় অপর দিক থেকে আসা আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায় এফ সি আই এর চাল বোঝাই গাড়িটি৷ প্রায় ৩০ থেকে ৪০ ফুট খাঁদে পড়ে যায় চাল বোঝাই গাড়িটি৷ এই ঘটনায় আহত হয় গাড়ির চালক৷ বর্তমানে গাড়ির চালক চিকিৎসাধীন৷ প্রাথমিক তদন্তে জানা গেছে চালকের অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷