করিমগঞ্জ (অসম), ১ সেপ্টেম্বর (হি.স.) : বিএসএফ দেশ রক্ষার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মও চালিয়ে যাচ্ছে। পরিবেশ বান্ধব হয়ে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার বৃক্ষচারা রোপণ করে ইতিমধ্যে অনেক দৃষ্টান্ত সৃষ্টি করেছে বিএসএফ। শিক্ষা ক্ষেত্রেও অনেক অবদান রয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর। এবার শিক্ষক দিবসের কার্যসূচি হিসেবে আজ বৃহস্পতিবার সীমান্ত জেলা করিমগঞ্জের তিনটি হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বিএসএফের ৭ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
করিমগঞ্জ জেলার পাথু মহিশাসন হাইস্কুল, লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুল এবং লক্ষ্মীবাজার হাইস্কুলে বিএসএফের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিএসএফ। এ নিয়ে নির্মিত একটি তথ্য চিত্রও প্রদর্শন করা হয় প্রতিটি স্কুলে।
এ উপলক্ষ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য পেশ করেছেন ৭ ব্যাটালিয়নের সেকেন্ড ইনচার্জ ফকিরচাঁদ চৌহান। আজাদি কা অমৃত মহোৎসব পালনের পাশাপাশি শিক্ষক দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে, জানান বিএসএফ অফিসার ফকিরচাঁদ চৌহান।
সীমান্ত এলাকার ছাত্রছাত্রী যুবক-যুবতীদের বিএসএফে ভরতি হওয়ার জন্য উৎসাহ প্রদান করে বক্তব্য পেশ করেন ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট সুশীল কুমার উপাধ্যায়। তিনি বলেন, আসন্ন শিক্ষক দিবস উদযাপন করতে গিয়ে বিএসএফের পক্ষ থেকে শিক্ষকদের শুভেচ্ছা প্রদান করা হচ্ছে, অন্যদিকে এ ধরনের অনুষ্ঠান হচ্ছে বিএসএফের ভরতি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করার জন্য।
লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজ্যোতি দে, পাথু মহিশাসন হাইস্কুল এবং লক্ষ্মীবাজার হাইস্কুলের অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন যথাক্রমে প্রধানশিক্ষক নৃপেশরঞ্জন পাল ও রঞ্জন রায়।