পটনা, ৩১ আগস্ট ( হি .স.) : মহাজোটকে শক্তিশালী করতে বুধবার বিহারে এলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। এদিন বিকেলে পটনা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
মুখ্যমন্ত্রী কে সি আর বিশেষ বিমানে পটনা বিমানবন্দরে পৌঁছেছেন। এখান থেকে তিনি সরাসরি হায়দরাবাদ গালওয়ান উপত্যকায় দুর্ঘটনায় নিহত শহীদ আত্মার শ্রদ্ধার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি হায়দরাবাদ দুর্ঘটনায় নিহতদের পরিবারকেও সাহায্য করবেন তিনি। তেলেঙ্গানা সরকারের কাছ থেকে সাহায্য পেতে চলেছে ক্ষতিগ্রস্তরা। শহিদ জওয়ানদের পরিবার ১০ লক্ষ টাকা করে পরিবার পিছু অনুদান দেওয়া হবে।

