কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : বুধবার নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে বিলকিস বানো ঘটনার সাথে যুক্ত অপরাধীদের আমৃত্যু কারাদন্ড চেয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এক স্মারকলিপি পেশ করল নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি।
সংগঠনের সম্পাদক কল্পনা দত্ত জানান, “এতে বলা হয় যে ২০০২ সালে গুজরাটে ৫ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে ধর্ষণ, তার ৩ বছরের শিশুকন্যাকে পাথরে আছাড় মেরে হত্যা করা, বিলকিসের মা- বোনকে ধর্ষণ করা ও পরিবারের আরও ৭ জনকে হত্যা করার সাথে যুক্ত ঘৃণ্য অপরাধী, যারা যাবজ্জীবন কারাদন্ডের সাজা পেয়েছিল, ১৫ আগস্ট যেভাবে তাদের মুক্ত করা হল, তা এক নজিরবিহীন ঘটনা।
গুজরাট সরকারের এই অত্যন্ত অন্যায় ও অগণতান্ত্রিক সিদ্ধান্তে সারা দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ক্ষুব্ধ, হতাশ। দেশের লক্ষ অত্যাচারিতা নারী, যারা সুবিচারের জন্য লড়াই করে যাচ্ছেন,গুজরাট সরকারের এই সিদ্ধান্ত তাদেরও হতাশ করেছে। ২০১৪ সালের যে আইন অনুযায়ী এই সাজা মকুব করা হয়েছে সেই আইনে ধর্ষক, খুনী ও সন্ত্রাসীদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।“অত্যন্ত বেআইনী ও অনৈতিকভাবে এবং সংকীর্ন রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই কাজ করা হয়েছে। কমিটির পক্ষ থেকে অবিলম্বে এই অপরাধীদের গ্রেফতার করে আমৃত্যু কারাগারে রাখার ব্যবস্থা করার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবী করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে কমিটির পক্ষ থেকে আগামী ২ রা সেপ্টেম্বর মহাবোধী সোসাইটি হলে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। যে সভায় উপস্থিত থাকবেন অধ্যাপিকা মীরাতুন নাহার, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র,ডাঃ ডি পি চক্রবর্তী সহ আরও বিশিষ্ট জনেরা।

