CBI:প্রসন্ন-যোগের দায়ে নিউটাউনের অভিজাত আবাসনে সিবিআই হানা

কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : বুধবার নিউটাউনের অভিজাত আবাসনে সিবিআই-এর খানাতল্লাশি চলল। অভিজাত আবাসনের টাওয়ার ফাইভের থ্রিএ ফ্ল্যাটে তল্লাশি অভিযানের জন্য সিবিআই আধিকারিকরা আসেন। সকাল ৯টার কিছু আগে নিজাম প্যালেস থেকে তিন আধিকারিক বেরিয়ে আসেন। প্রসন্ন-যোগেই এই তল্লাশি বলে জানা যায়।

এসএসসি দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তেই তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে, প্রসন্ন ঘনিষ্ঠ কোনও ব্যক্তিরই ফ্ল্যাট এটি। আবাসনের প্রবেশপথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলেন। আবাসনের একজন নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়েই ভিতরে যান তদন্তকারীরা। তিন জন সিবিআই আধিকারিকদের সঙ্গে সিআরপিএফ বাহিনী ছিল। তাঁদের যাতে কোনওরকম বাধার মুখে পড়তে না হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আসেন আধিকারিকরা।

ফ্ল্যাটটি রৌনক কোঠারি নামে এক ব্যবসায়ীর নামে নথিবদ্ধ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তিনি আবার প্রসন্ন ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর। আবাসনের এক নিরাপত্তাকর্মী বলেন, “টাওয়ার ফাইভে থ্রি এ ফ্ল্যাট রয়েছে কিনা, সেটা জানতে চেয়েছিলেন আধিকারিকরা। আমরা হ্যাঁ বলি, ওঁরা চলে যান। ফ্ল্যাটে কেউ যাতায়াত করতেন কিনা, সেটা খাতা দেখে বলতে পারব।”