প্রাক্তন প্রয়াত শিক্ষামন্ত্রীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ রাজ্যের প্রাক্তন প্রয়াত শিক্ষামন্ত্রী অনিল সরকারের ৮২ তম জন্মদিন উপলক্ষে ধলেশ্বরে সিপিআইএম পার্টি অফিসে বুধবার  রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা তফশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ রক্তদান শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী অনিল সরকার শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তিনি ছিলেন রাজ্যের একজন বিশিষ্ট লেখক কবি এবং সাহিত্যিক৷ তিনি ছিলেন বহুগুনে গুণান্বিত৷ আজ তফশিলি সমন্বয় সমিতি যে রক্তদান শিবিরের আয়োজন করেছে এর মধ্য দিয়ে অনিল সরকারকে আমাদের মাঝে আরো উজ্জ্বল করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ প্রসঙ্গক্রমে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন অনিল সরকারের হাত ধরে এই তফসিল সমন্বয় সমিতি আত্মপ্রকাশ করেছিল৷ একজন কমিউনিস্ট নেতা তথা বামপন্থী নেতা হিসেবে তিনি ছিলেন একজন বলিষ্ঠ সংগঠক৷ তার পথকে পাথেয় করে এগিয়ে যাওয়ার জন্য তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *