Hilsa Fish:দু’দিনে ইলিশ এল ২২০ টন, রুপোলি শস্যের আগমণে খুশি মৎস্যজীবীরা

কাকদ্বীপ, ৩১ আগস্ট (হি.স.): ফের মুখে হাসি ফুটল মৎস্যজীবীদের। দু’দিনে ২২০ টন ইলিশ এল নামখানা ও কাকদ্বীপ মৎস্য বন্দরে। সেই মাছের আকারও বড় বলে মৎস্যজীবীরা জানিয়েছেন। এবার প্রথম দিকে মাছের ঝাঁক কম এলেও, মরশুম যত এগিয়েছে, জালে মাছ ওঠার পরিমাণও বেড়েছে। আড়াই মাসে চার হাজার টন ইলিশ উঠেছে বলে জানা গিয়েছে। গতবার যে পরিমাণ মাছ উঠেছিল, ইতিমধ্যে তা ছাপিয়েও গিয়েছে।

কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক বিজন মাইতি বলেন, সোমবার এবং মঙ্গলবার ভালো পরিমাণে ইলিশ মাছ এসেছে। সেই মাছের গড় ওজন ৫০০-৭০০ গ্রাম। গত সপ্তাহের প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ট্রলারগুলি মাছ ধরে এবার ফিরছে। তাতেই এই পরিমাণ মাছ এনেছে তাঁরা। এদিকে, এখনও দেড় মাসের মতো মাছ ধরার সময় পড়ে রয়েছে। ফলে গত কয়েক বছরের তুলনায় এবার কিছুটা লাভের আশায় রয়েছেন ট্রলার মালিক থেকে মৎস্যজীবী, সবাই।