বিধায়ক ডাঃ অতুল দেববর্মার লেখা গ্রন্থের আবরণ উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷  বিধায়ক ডাঃ অতুল দেববর্মার লেখা গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ উল্লেখ্য, বিধায়ক ডাঃ অতুল দেববর্মা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গীতাঞ্জলি’ কে ককবরক ভাষায় রূপান্তরিত করেছেন৷ এছাড়াও ‘ত্রিপুর সতী ইসিবি জয়াবতী’ নামে  একটি গ্রন্থ লিখেন৷ মঙ্গলবার দুটি গ্রন্থেরই আবরণ উন্মোচন  করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ শিক্ষা মন্ত্রী শ্রী নাথ বিজেপি বিধায়ক ডাঃ অতুল দেববর্মার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, মাতৃ ভাষায় যে কোনও সৃষ্টিই অনন্য৷ এর কোনও তুলনা হয় না৷ ককবরক ভাষার লেখক শিল্পী ও সংসৃকতি মনা প্রত্যেকের কাছে শিক্ষামন্ত্রী আহ্বান জানিয়েছেন মাতৃভাষাকে সকলের সামনে তুলে ধরার জন্য সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য৷ এ ধরনের প্রয়াস মাতৃভাষাকে আরো বলিষ্ঠ করতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী৷ রাজ্য সরকার এ ধরনের প্রয়াসকে সব সময়ই সহযোগিতা এবং স্বাগত জানাতে প্রস্তুত বলে তিনি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *