নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রাজনগরে সিপিআইএম কর্মী সুখেন ঘোষের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার অরুন্ধুতীনগর থানায় ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ডি ওয়াই এফ আই৷ সংগঠনের এক প্রতিনিধিদল অরুন্ধতীনগর থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি তুলে দেন৷ উল্লেখ্য গত ২৫ আগস্ট বাজার থেকে বাড়ি ফেরার পথে সুখেন ঘোষ নামে সিপিআইএম কর্মীর উপর আক্রমণ চালায় কতিপয় দুষৃকতিকারী৷ অভিযোগ শাসক দল বিজেপির দুর্বৃত্তদের বিরুদ্ধে৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতেই ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে মঙ্গলবার অরুন্ধতী নগর থানার ওসির কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷
2022-08-30