নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ রাজ্য সরকার সরকারি বিভিন্ন দপ্তরে বেকার যুবক যুবতীদের নিযুক্তির পাশাপাশি বিভিন্ন রাজ্যের বেসরকারি শিল্প কল কারখানায় বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করার নানা উদ্যোগ গ্রহণ করেছে৷ এই উদ্যোগের অঙ্গ হিসেবেই রাজ্যে পরপর চাকরি মেলা সংগঠিত হচ্ছে৷ এর অঙ্গ হিসেবেই মঙ্গলবার রবীন্দ্রশতবার্ষিকী ভবনে ত্রিপুরা রুরাল লাইভলিহুড ডিপার্টমেন্টের উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ অ্যান্যরা৷ এ অনুষ্ঠানে রাজ্য ও বহিঃরাজ্যের ১০টি কোম্পানি এসেছে৷ এরা প্রশিক্ষণ প্রাপ্ত ২০০ জন বেকারকে নিযুক্ত করবে৷ ফলে খুশি বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ প্রাপ্ত বেকাররা৷ আগামী দিনগুলিতেও এ ধরনের চাকুরী মেলা অনুষ্ঠিত হবে বলে প্রশাসনের কর্মকর্তারা এদিন জানিয়েছেন৷
2022-08-30