দেহরাদূন, ২৯ আগস্ট (হি.স.): আপাতত বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই দেবভূমি উত্তরাখণ্ডে। হরিদ্বার, দেহরাদূন-সহ উত্তরাখণ্ডের ১০টি জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরাখণ্ডের দেহরাদূন, তেহরি, নৈনিতাল, চম্পাওয়াত ও বাঘেশ্বর জেলায় ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও হরিদ্বার, পাউরি, উধম সিং নগর, পিথোরাগড়ে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী দেহরাদূনে রবিবার গতকাল রাত থেকে প্রবল বৃষ্টি চলছে। একনাগাড়ে বৃষ্টির জেরে বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন।