নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): কংগ্রেসের থেকে ‘আজাদ’ হওয়ার পর এবার কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে সুর ছড়ালেন গুলাম নবী আজাদ। সোমবার কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে গুলাম নবী আজাদ বলেছেন, মোদী তো শুধু অজুহাত, আসলে কংগ্রেস কখনই চাইনি কেউ তাঁদের প্রশ্ন করুক। আজাদ আরও বলেছেন, বাড়ি ছাড়তে আমাকে বাধ্য করা হয়েছিল।
কিছু দিন আগেই কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন প্রবীণ নেতা গুলাম নবী আজাদ। কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করার পর সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন গুলাম নবী আজাদ। তিনি বলেছেন, “মোদী একটি অজুহাত, জি২৩ চিঠি লেখার পর থেকেই আমার প্রতি তাঁদের সমস্যা ছিল। তাঁরা কখনই চায়নি কেউ তাঁদের কাছে লিখুক, প্রশ্ন করুক… বেশ কয়েকটি (কংগ্রেস) মিটিং হয়েছে, কিন্তু একটি প্রস্তাবও নেওয়া হয়নি।” আজাদ আরও বলেছেন, আমাকে এমনকি বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল।