ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।। অঘটনে ভরা রাজ্য সিনিয়র রেটিং দাবা প্রতিযোগিতা। শনিবার প্রথম দিনে ১ টি এঘটন ঘটার পর দ্বিতীয় দিনে ৩ টি অঘটন ঘটে। তিনটি অঘটনই ঘটে দ্বিতীয় রাউন্ডে। এবং তিনটি অঘটনই ঘটান মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুরা। রবিবার সকালে দ্বিতীয় রাউন্ডে সবচেয়ে বেশী নজর কেড়ে নেয় ছোট্ট আরাধ্য দাস (১১৭৯)। মেট্রিক্স চেস আকাদেমির ওই দাবাড়ুটি রুখে দেয় ৫ বারের রাজ্য চ্যাম্পিয়ন দাবাড়ু উমাশঙ্কর দত্তকে (১৪৮২)। সাদা ঘুঁটি নিয়ে শুরু থেকেই সমানতালে লড়াই করার চেষ্টা করে গেছে আরাধ্যা। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উমাশঙ্কর বেশ কয়েকবার ৬৪ ঘরের লড়াইয়ে আরাধ্যাকে চাপে ফেলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হয়ে উঠেনি। এছাড়া মেট্রিক্স চেস আকাদেমির অপর দুই আনরেটেড দাবাড়ু সূর্যময় ভট্টাচার্য এবং স্বপ্নিল দে এদিন হারিয়ে দেন রেটেড দাবাড়ুকে। সূর্যময় পরাজিত করেন রমেশ কলই (১৩৯০) এবং স্বপ্নিল হারিয়ে দেন সাগর সাহা (১৩১৫) কে। ওই তিনটি অঘটন ছাড়া বাকিরা প্রত্যাশিতভাবেই জয় পেয়েছে। এন এস আর সি সি-র দাবা হলঘরে হচ্ছে আসর। এদিন সন্ধ্যায় চতুর্থ রাউন্ডের খেলা শেষ হয়। ৪ রাউন্ডের শেষে পুরো ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ৩ জন: দিগন্ত রায়, অর্শিয়া দাস এবং মিঠুন পাল। সাড়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেট্রিক্স চেস আকাদেমির সূর্যময় ভট্টাচার্য এবং অভিজ্ঞান ঘোষ। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান রয়েছেন ১৩ জন দাবাড়ু। আজ সকালে পঞ্চম, দুপুরে ষষ্ঠ এবং সন্ধ্যায় হবে সপ্তম রাউন্ডের খেলা। আসর পরিচালনা করছেন ফি ডে আরবিটর অনুপম ভট্টাচার্য। আগামীকাল টুর্নামেন্টের পরবর্তী তিন রাউন্ড অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এই তিনটি রাউন্ডের পরেই সাফল্যের খতিয়ান অনেকটা তৈরি হবে।