নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): রাজধানী দিল্লিতে সূচনা হয়ে গিয়েছে শহীদ ভগৎ সিং সশস্ত্র প্রস্তুতিমূলক স্কুলের। শনিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির শহীদ ভগৎ সিং সশস্ত্র প্রস্তুতিমূলক স্কুলের সূচনা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াও। দিল্লিতে প্রথম এই ধরনের স্কুল চালু হল ।
এদিন প্রথম শহীদ ভগৎ সিং সশস্ত্র প্রস্তুতিমূলক স্কুলের সূচনা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেছেন, “দিল্লিতে প্রথম শহীদ ভগৎ সিং সশস্ত্র প্রস্তুতিমূলক স্কুল শুরু হয়েছে৷ যে সমস্ত ছেলে-মেয়েরা সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চায়, তাঁদের প্রশিক্ষণের জন্য কোনও আনুষ্ঠানিক স্থান ছিল না৷ তাঁরা নিজেরাই প্রস্তুতি নিত। এখন আমাদের কাছে তা রয়েছে। এমনকি দরিদ্র থেকে দরিদ্রতমরাও এখানে ভর্তির জন্য আসতে পারে।”
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “স্কুলটি সম্পূর্ণ বিনামূল্যে, এটি একটি আবাসিক বিদ্যালয়। ছেলে-মেয়ে উভয়ের জন্য হোস্টেল আছে। এতে সর্বোত্তম সুবিধা রয়েছে। প্রতিযোগিতা কঠিন, ১৮ হাজার ছেলে-মেয়ে আবেদন করেছে এবং প্রায় ১৮০ জন নির্বাচিত হয়েছে। তাঁরা কঠোর পরিশ্রম করছে এবং তাঁরা ইউনিফর্ম পরিহিত পরিষেবার জন্য প্রস্তুত থাকবে।” এদিনের অনুষ্ঠানে কেজরিওয়াল বলেছেন, আমরা এক-দুই বছর আগে ভেবেছিলাম দিল্লিতে সশস্ত্র বাহিনীতে যোগদানের প্রস্তুতির জন্য কোনও সৈনিক স্কুল নেই। এক বছরের মধ্যে এই স্কুল তৈরি হবে তা আশা করা হয়নি। আমি দিল্লি এবং গোটা দেশের পক্ষ থেকে গোটা টিমকে অভিনন্দন জানাচ্ছি। কেজরিওয়ালের কথায়, শহীদ ভগৎ সিং সশস্ত্র প্রস্তুতিমূলক স্কুলের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে। ৮০-৯০ শতাংশ ছেলে-মেয়ে এসেছে সরকারি স্কুল থেকে। শিশুদের এনডিএ, নেভাল অ্যাকাডেমির জন্য প্রস্তুত করবে। প্রাক্তন অফিসাররা অফিসারের মতো গুণাবলী শেখাবেন। এ সব অত্যাধুনিক সুযোগ-সুবিধা বড় স্কুলে নেই।”