ত্রিপুরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ বিভিন্ন সামাজিক ও সাংসৃকতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাঃ ব্রাম টিচিং হাসপাতালের ১৭ তম প্রতিষ্ঠা দিবস৷ শুক্রবার থেকেই বিভিন্ন অনুষ্ঠানের সূচনা হয়েছে৷ শনিবার ছিল প্রতিষ্ঠা দিবসের প্রধান অনুষ্ঠানটি৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা৷ এদিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন তিনি৷ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন৷  বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজেও এই মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন৷ নিজ অভিজ্ঞতা ও ছাত্র জীবনের স্মৃতিগুলি ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, এই মেডিকেল কলেজের সঙ্গে উনার নিজের আবেগ জড়িত৷ তাই এই মেডিকেল কলেজের উন্নয়নের জন্য তিনি সর্বদাই চেষ্টা করে চলেছেন৷ আগামী দিনে এই মেডিকেল কলেজের আরও অগ্রগতি কামনা করেছেন তিনি৷