নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): বিঘ্নিত হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই আশঙ্কায় স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে অনুষ্ঠান করার অনুমতি দিল না দিল্লি পুলিশ। ২৮ আগস্ট, রবিবার দিল্লিতে একটি অনুষ্ঠান করার কথা ছিল মুনাওয়ার ফারুকির, কিন্তু তাঁকে শো করার অনুমতি দেয়নি দিল্লি পুলিশের লাইসেন্সিং ইউনিট। এই অনুষ্ঠানটি ডক্টর এসপিএম সিভিক সেন্টার, কেদারনাথ সাহনি অডিটোরিয়ামে দুপুর ২টো থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত হওয়ার কথা ছিল। ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আগে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল।
কিন্তু, কেন্দ্রীয় জেলা পুলিশের পক্ষ থেকে লাইসেন্সিং ইউনিটকে লিখিতভাবে জানানো হয়, মুনাওয়ার ফারুকির অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে। দিল্লিতে মুনাওয়ার ফারুকির ২৮ আগস্টের শো বাতিল করার জন্য দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় আরোরার কাছে লিখিতভাবে আর্জিও জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদও। সার্বিক দিক বিচার করে দিল্লিতে বাতিল করা হয়েছে মুনাওয়ার ফারুকির অনুষ্ঠান।
উল্লেখ্য, গত সপ্তাহে বেঙ্গালুরুতেও ফারুকির একটি শো বাতিল হয়েছিল। পরের দিন অবশ্য হায়দরাবাদের হাইটেক সিটির একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠান করেন ফারুকি। এই অনুষ্ঠান ভন্ডুল করতে এসে তেলঙ্গানা পুলিশের হাতে গ্রেফতার হন বিজেপির বেশ কিছু কর্মী-সমর্থক। অনুষ্ঠান যাতে না হয়, তার জন্য বিজেপি যুব মোর্চার কর্মীরা আগে থেকেই অনুষ্ঠানস্থলের সামনে জড়ো হন।