নিলামবাজার (অসম), ২৭ আগস্ট (হি.স.) : ৩৩ কেজি গাঁজা সমেত এক মহিলা সহ তিন পাচারকারীকে আটক করেছে করিমগঞ্জ জেলার অন্তর্গত নিলামবাজার থানার পুলিশ। ধৃতদের নিলামবাজার পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির বাজারমূল্য কমপক্ষে আট লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার বিকাল চারটা নাগাদ আগরতলা-শিলচর প্যাসেঞ্জার ট্রেনে নিলামবাজার আসে এই তিন গাঁজা পাচারকারী। স্টেশন থেকে জাতীয় সড়কে আসার সময় অপরিচিত এই তিন জনের চালচলন দেখে রুটিন তালাশিতে নিয়োজিত পুলিশ কর্মীদের সন্দেহ জাগে।
সন্দেহের বশে পুলিশ তাদের ব্যাগে তালাশি চালায়। তালাশিতে পাচারকারীদের তিনটি ব্যাগ থেকে এক এক করে গাঁজা ভরতি ২২টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে এই তিন গাঁজা পাচারকারীকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। তবে পুলিশ এখনই পাচারকারীদের নাম, ধাম কিছুই জানাতে অক্ষমতা ব্যক্ত করেছে। এই খবর লেখা পর্যন্ত পুলিশ মহিলা সহ ধৃত তিনজনকে নিলামবাজার থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জাানা গেছে।