দেশের প্রয়োজন শক্তিশালী বিরোধী দল, আজাদ-মুক্ত কংগ্রেস প্রসঙ্গে ফারুক আব্দুল্লাহ

শ্রীনগর, ২৬ আগস্ট (হি.স.): আজাদ-মুক্ত হয়েছে কংগ্রেস। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ নেতা গুলাম নবী আজাদের কংগ্রেস ছাড়া প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের অপর এক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স-এর প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লাহ জানালেন, হয়তো সম্মান পাচ্ছিলেন না তিনি।

শুক্রবারই কংগ্রেসের সঙ্গে অর্ধ শতাব্দীর সম্পর্ক ছিন্ন করেছেন প্রবীণ নেতা গুলাম নবী আজাদ। প্রাথমিক সদস্যপদ-সহ কংগ্রেসের সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। আজাদের ইস্তফা প্রসঙ্গে ন্যাশনাল কনফারেন্স-এর প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লাহ বলেছেন, আগে তাঁর ওপর অনেক ভালোবাসা অর্পিত হয়েছিল, হয়তো এখন সম্মান পাচ্ছেন না। আগেও এমনটা হয়েছে, কংগ্রেস শক্তিশালী হয়ে ফিরেছে। দেশের প্রয়োজন শক্তিশালী বিরোধী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *