টোকিও, ২৬ আগস্ট (হি. স.) : ব্যাডমিন্টনের চলতি বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভারতের অর্জুন এবং কপিলা জুটি । শুক্রবার পুরুষদের ডাবলসে ইন্দোনেশিয়ান জুটির কাছে ৮-২১, ১৪-২১-এ সেটে হেরে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল ভারতের এমআর অর্জুন এবং ধ্রব কপিলা জুটির অভিযান ।
সাত্ত্বিক-চিরাগ জুটি ইতিহাস সৃষ্টি করলেও, সেই সুযোগ হাতছাড়া করলেন এমআর অর্জুন ও ধ্রুব কাপিলার আরেক ভারতীয় ডাবলস জুটি। কোয়ার্টার ফাইনালে হেরেই শেষ হয়ে গেল অবাছাই ভারতীয় জুটির প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপ দৌড়। প্রি-কোয়ার্টার ফাইনালে অষ্টম বাছাই জুটিকে হারিয়েছিলেন অর্জুনরা। কোয়ার্টার ফাইনালে লড়াইটা ছিল তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ান জুটি হেন্দ্রা সেটিয়াওয়ান ও মহম্মদ এহসানের বিরুদ্ধে। এই জুটির বিরুদ্ধে বিগত চার ম্যাচেই হেরেছিলেন অর্জুনরা। পঞ্চম ম্যাচেও লড়াই করে সেই হারতেই হল। তাঁরা তিন বারের স্বর্ণপদক জয়ী জুটি ইন্দোনেশিয়ার মহম্মদ আহসান এবং হেন্দ্রা সেতিয়াওয়ানের কাছে পরাজিত হন। মাত্র ৩০ মিনিটের কম সময়ের মধ্যে তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ান জুটির কাছে ৮-২১, ১৪-২১-এ উড়ে গিয়েছে ভারতের এমআর অর্জুন এবং ধ্রব কপিলা জুটি।