ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।।রাজ্য সিনিয়র রেটিং দাবা প্রতিযোগিতা শুরু আগামীকাল থেকে। চারদিনব্যাপী ওই আসরের প্রথম রাউন্ড আগামীকাল বিকেল ৪ টায়। এন এস আর সি সি-র দাবা হলঘরে হবে আসর। আগামীকাল বিকেলে আসরের উদ্বোধন করবেন রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু। উপস্থিত থাকবেন সচিব দীপক সাহা। এবছর আসরে অংশ নিয়েছে প্রায় ৭০ জন দাবাড়ু। জানা গেছে, বিভিন্ন স্কুলে পরীক্ষা থাকায় এবছর আসরে স্কুল পড়ুয়া দাবাড়ুদের সংখ্যা অনেকটাই কম। রাজ্য আসর থেকে জাতীয় সিনিয়র আসরের জন্য ত্রিপুরা দল বাছাই করা হবে। ১৭-৩০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে জাতীয় সিনিয়র দাবা প্রতিযোগিতা।