মাণিকের দাবি তাঁর ফোন চালু, ইডি বলছে ‘নিখোঁজ’, বাড়ছে রহস্য

কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বৃহস্পতিবারই জানিয়েছিল নিয়োগ দুর্নীতির তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা ইডি। লুকআউট নোটিস জারি করে সিবিআই। অথচ, তিনি দাবি করছেন, অভিযোগ অসত্য। তাঁর ফোন চালু, তিনি বাড়িতেই আছেন। পরস্পর বিরোধী দাবিতে ধন্দ দেখা দিয়েছে বিভিন্ন মহলে।

‘নিখোঁজ’ মানিকবাবু যাতে রাজ্য ছেড়ে বিদেশে না চলে যান, তার জন্য জারি হয় লুক আউট নোটিশ। অথচ তাঁর দাবি, তিনি কলকাতাতেই আছেন।শুক্রবার এক সংবাদমাধ্যমে মানিক বলেন, ‘‘আমি যাদবপুরে নিজের বাড়িতেই রয়েছি। তদন্তে সহযোগিতা করছি। এর বেশি কিছু বলতে পারব না। কারণ, বিষয়টি আদালতে বিচারাধীন।’’

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নাম জড়ানোর পর একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তাঁর ফ্ল্যাটেও গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তবে লুক আউট নোটিস জারি হওয়ার পরই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে।সূত্রের খবর, মানিকবাবুকে গ্রেফতারের জন্য তাঁর বিরুদ্ধে প্রেক্ষিত তৈরি করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

তাঁকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে প্রশ্ন করা হলে মানিক কোনও মন্তব্য করতে চাননি। বরং তিনি জানিয়ে দেন, বিচারাধীন বিষয় নিয়ে তিনি মন্তব্য করবেন না। তবে একই সঙ্গে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক জানিয়ে দেন, তিনি সব সময় তদন্তে সহযোগিতা করেছেন। দূরভাষে মানিককে বলতে শোনা যায়, ‘‘আমাকে যে সংস্থা যখনই ডেকে পাঠিয়েছে, আমি গিয়েছি। তদন্তে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও করব।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *