ঝাড়খণ্ডের রাজনীতি তোলপাড়, বান্না গুপ্তা বললেন সব ঠিক আছে

দেহরাদূন, ২৬ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডে আগামী ৪-দিন ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। রাজ্যের পার্বত্য এলাকায় প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। হলুদ সর্তকতা জারির প্রেক্ষিতে প্রশাসন এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

অতি বর্ষণে ক্ষতি হতে পারে যেসব এলাকায় সেখানকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। শুক্রবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪-দিন (শুক্রবার থেকে সোমবার) উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে সোমবার অবধি। পার্বত্য এলাকায় হতে পারে প্রবল বর্ষণ। ভূমিধসের আশঙ্কা থাকছেই।