নয়াদিল্লি, ২৫ আগস্ট ( হি.স.) : আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বিজ্ঞান ভবনে ৪৬ জন শিক্ষককে ২০২২ সালের জাতীয় পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ প্রতি বছর ৫ সেপ্টেম্বর একটি জাতীয় অনুষ্ঠানের আয়োজন করে। দেশের সেরা শিক্ষকদের জাতীয় পুরস্কার প্রদান করা হয় ওই দিনে। পুরষ্কারের জন্য শিক্ষকদের একটি অনলাইন ত্রি-স্তর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একটি স্বচ্ছ পদ্ধতিতে নির্বাচন করা হয়।
শিক্ষকদের জাতীয় পুরস্কার প্রদানের উদ্দেশ্য দেশের শিক্ষকদের অনন্য অবদানের কথা তুলে ধরা এবং এমন শিক্ষকদের সম্মান জানানো। তাদের প্রতিশ্রুতি এবং কঠোর পরিশ্রম দিয়ে শুধুমাত্র স্কুল শিক্ষার মান উন্নত করেনি বরং তাদের শিক্ষার্থীদের জীবনকেও সমৃদ্ধ করেছে।