নয়াদিল্লি, ২৫ আগস্ট ( হি.স.) : কর্ণাটকের টুঙ্কুরে সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড়। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
রাষ্ট্রপতি মুর্মু একটি টুইট বার্তায় বলেছেন, “কর্নাটকের টুঙ্কুরে সড়ক দুর্ঘটনায় শিশু ও মহিলা সহ বহু লোকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
একটি টুইট বার্তায় উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড় বলেছেন, “কর্নাটকের টুঙ্কুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কথা জানতে পেরে দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমার প্রার্থনা।”

