ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। জয় পেলো মনুবনকুল এফ সি। নূণ্যতম গোলে পরাজিত করলো আশ্রমপাড়া প্লে সেন্টারকে। শ্যামা প্রসাদ মুখার্জি ফুটবল প্রতিযোগিতায়। ২১ দলকে নিয়ে রবিবার থেকে শুরু হয়েছিলো আসর। জোলাইবাড়ি স্কুল মাঠে। বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলতে থাকেন মনুবনকুল এফ সি দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো। কিন্তু বিপক্ষের রক্ষণভাগ ভাংতে পারেননি প্রথমার্ধে মনুবনকুল এফ সি দলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠেন মনুবনকুল এফ সি দলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন মিলন ত্রিপুরা। শেশ পর্যন্ত মিলনের দেওয়া নূণ্যতম গোলে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো মনুবনকুল এফ সি। খেলা পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস।
2022-08-25

